এসসি ইস্টবেঙ্গলে ভাঙনের ইঙ্গিত, চেন্নাইন এফসির কাছে বড় অফার পেলেন রাজু গায়কোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কি হবে প্রিয় ক্লাবের ভবিষ্যৎ? ইনভেস্টর ও ক্লাবের মধ্যে সমস্ত সমস্যা আদৌ মিটবে তো? এই নিয়ে লাল-হলুদ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্য ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিরা যখন দলগঠনের কাজে লেগে পড়েছে, তখন এসসি ইস্টবেঙ্গলের সংসার যেন ক্রমশই ভাঙছে। একের পর এক খেলোয়াড় পাচ্ছেন বড় অফার। সার্থক, দেবজিৎ, সৌরভ, স্টেইনম্যান - বাদ নেই কেউই।
এবার এসসি ইস্টবেঙ্গলের ভরসাযোগ্য ডিফেন্ডার রাজু গায়কোয়াড়কে নিতে আগ্রহ দেখাল চেন্নাইন এফসি। ডিফেন্সে বড়ই সমস্যা ছিল চেন্নাইনের, গত আইএসএলে ২৩ গোল খেয়েছে মাচানসরা। এদিকে এলি সাবিয়া ও এনেস সিপোভিচ চুক্তিবৃদ্ধি করছেন না এবং দীপক টাংরি এটিকে-মোহনবাগানে যাচ্ছেন। ফলে ডিফেন্সকে জোরদার করতে এসসি ইস্টবেঙ্গলের রাজু গায়কোয়াড়কে অফার দিয়েছে চেন্নাইন এফসি।
আগামী ৩১ মে এসসি ইস্টবেঙ্গলের সাথে চুক্তি শেষ হচ্ছে ৩০ বছরের এই ডিফেন্ডারের। আর এখনও অবধি রাজুর কাছে চুক্তি নবীকরণের বিষয়ে আসেনি এসসি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, চেন্নাইন মোটা বেতনের অফার দিয়েছে রাজুকে। ফলে অনিশ্চিত ভবিষ্যতকে নিয়ে রাজু কি এসসি ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইনে যাবেন? সম্ভাবনা রয়েই আছে।
এবারের আইএসএলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ফ্রি এজেন্ট হিসেবে লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছিলেন রাজু। দূর্বল এসসি ইস্টবেঙ্গল ডিফেন্সকে ভরসা দিয়েছেন তিনি। তাঁর লং থ্রোয়ে দারুণ সুবিধা পেয়েছে এসসি ইস্টবেঙ্গল, যা থেকে এসেছে বেশ কিছু গোল। ফলে রাজুর বিদায়ে বড় ধাক্কা পাবে এসসি ইস্টবেঙ্গল, সেটি বলাই যায়।