আইলিগ থেকে নাম তুলে দিতে চলেছে রাজস্থান ইউনাইটেড? জানুন সত্যিটা কি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টিম হোটেলে করোনা সংক্রমণের জেরে একাধিক খেলোয়াড় পজিটিভ এসেছেন। আর এর জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে এই বছরের আইলিগ। আর এই নিয়ে বুধবার একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আইলিগে প্রথমবার যোগ্যতা অর্জন করা রাজস্থান ইউনাইটেড টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিতে চলেছে।
তবে এই ধরণের খবর একেবারেই ভুয়ো, আর এই সত্যতা দিয়েছে স্বয়ং রাজস্থান ইউনাইটেড। নিজেদের টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে রাজস্থান ইউনাইটেড লিখেছে, "আমরা সর্বসমক্ষে জানাতে চাই যে ক্লাবের কোনওরকম উদ্দেশ্য নেই আইলিগ থেকে নাম তুলে নেওয়ার। এই ধরণের বিষয়কে নিয়ে কোনও রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো ও গুঞ্জনে তৈরি করা হয়েছে। আমাদের কোনও ক্লাবকর্তাই কোনও বিবৃতি প্রকাশ করেনি নাম তুলে নেওয়ার বিষয়ে।"
বলা বাহুল্য, সেই ভুয়ো রিপোর্টটিকেও তুলে নেওয়া হয়েছে। এদিকে এই খবর উঠে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছিল ভারতীয় ফুটবল মহলে। তবে রাজস্থান ইউনাইটেডের তরফ থেকে এই বিবৃতি আসায় স্বস্তি মিলেছে ভারতীয় ফুটবলে।
সদ্য রাজস্থান ইউনাইটেডকে মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে নামতে হয়েছিল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে। যেহেতু তাদের সই করা অধিকাংশ খেলোয়াড়কেই রেজিস্টার করা হয়নি, ফলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের মাঠে নামার অনুমতি দেয়নি। তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো চলে আসায় এবার নতুন খেলোয়াড় রেজিস্টার করতে পারবে রাজস্থান ইউনাইটেড।