কলকাতা লিগ কাঁপানো রাহুল পাসওয়ানকে তুলে নিল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক কে বলে বাংলার ফুটবলে ধার নেই কে বলে বাংলার ফুটবল আজ অতীত। আবার প্রমাণ হলো এগিয়ে বাংলা আর বাংলার ফুটবল ও আবার স্বমহিমায় নিজের আসনে অধিষ্ঠিত হতে চলেছে।
মনে আছে সেই ডানকুনির ছেলেটাকে? মাদার ডায়েরি হাউসিং এর ছটফটে ছেলেটা, যে কিনা নিজের যোগ্যতায় আর নিজের পায়ের জাদুতে সমগ্র কলকাতা লীগ কে তাক লাগিয়ে দিয়েছিলো, হ্যা ঠিকই ধরেছেন - রাহুল পাসওয়ান । বাংলার রাহুল আজ গোয়ার পথে। আইএসএল এ এসসি ইস্টবেঙ্গল এ যোগ দিতে চলেছেন রাহুল।
আর রাহুলের এই সাফল্যে উচ্ছসিত রাহুলের কোচ অনুপ নাগ থেকে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আপামর ক্রড়া প্রেমী মানুষ ।