এসসি ইস্টবেঙ্গলের আগ্রহ সত্ত্বেও চেন্নাইন এফসিতে থেকে যাচ্ছেন রহিম আলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমের মাঝপথ থেকে চেন্নাইন এফসির তরুণ ফরোয়ার্ড রহিম আলির দিকে নজর রেখেছিল এসসি ইস্টবেঙ্গল। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নেওয়ার প্রয়াস ব্যর্থ হলেও, আশা করা হয়েছিল যে আগামী মরশুমের আগে এই বঙ্গতনয়কে তুলে নেবে লাল-হলুদ ব্রিগেড।
কিন্তু অন্যান্য ট্রান্সফার টার্গেটের মতই ইস্টবেঙ্গলের হাতের নাগাল থেকে বেরিয়ে যেতে চলেছেন রহিম। জানা গিয়েছে, চলতি মাসের ৩১ তারিখে চুক্তি শেষ হবে রহিমের। আর সেই কারণে আরও একবার চুক্তিবৃদ্ধির জন্য এগিয়ে এসেছিল চেন্নাইন এফসি। আর এর জেরে চেন্নাইনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রহিম।
জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির অফার দেওয়া হয়েছে ব্যারাকপুরের এই তরুণ ফুটবলারকে, বেতনের পরিমাণ গতবারের থেকে অনেকটাই বেশি। আর অপেক্ষা না করে চেন্নাইন এফসির হয়ে চুক্তিবৃদ্ধি করছেন রহিম।
গত আইএসএলে মূলত উইঙ্গার হিসেবে রহিমকে ব্যবহার করেন কোচ সাবা লাজলো। ১৬টি ম্যাচে দুই গোল করেন রহিম। মূলত তার স্পিড বেশ নজর কেড়েছে ভারতীয় ফুটবল মহলকে। আর সেই কারণে নিজেদের দূর্বল আক্রমণভাগকে সারাতে রহিমকে চেয়েছিল এসসি ইস্টবেঙ্গল।