অপেক্ষার অবসান! ইস্টবেঙ্গলকে বুড়ো আঙুল দেখিয়ে চেন্নাইন এফসিতে থেকে যাচ্ছেন রহিম আলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনার অবসান, নিজেদের ফুটবলারকে নিজেদের কাছেই রেখে দিল চেন্নাইন এফসি। এসসি ইস্টবেঙ্গলকে বুড়ো আঙুল দেখিয়ে চেন্নাইন এফসিতে থেকে গেলেন তরুণ ফরোয়ার্ড রহিম আলি।
শুক্রবার চেন্নাইন এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানায়, বাঙালি এই ফুটবলার থেকে যাচ্ছেন ক্লাবে। একটি সুন্দর ভিডিও প্যাকেজের মাধ্যমে এই বার্তা দেয় দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা।
যদিও কত বছরের জন্য চুক্তিবৃদ্ধি করা হল, সে নিয়ে কোনও বার্তা না দিলেও জানা গিয়েছে, ২০২৪ অবধি চেন্নাইন এফসিতে থাকতে চলেছেন রহিম।
গত মরশুমের মাঝপথ থেকে রহিমকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার জেরে রহিম আলির প্রতি আগ্রহ আর থাকে না। আর এর জেরে অপেক্ষা না করে চেন্নাইন এফসির হয়ে চুক্তিবৃদ্ধি করে নিলেন রহিম।