এটিকে-মোহনবাগানের বড় প্রস্তাব পাওয়া সত্ত্বেও চেন্নাইনেই থেকে গেলেন রাফায়েল ক্রিভেয়ারো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাস্টার রাফা থাকছেন চেন্নাইনেই। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে চেন্নাইন এফসি প্রকাশ করে, বেশ কিছু মরশুমের জন্য ক্লাবে থাকছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল ক্রিভেয়ারো।
গত মরশুমের শুরুতে বেশ ভালো ছন্দ দেখালেও এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে পায়ে বড় আঘাত পান ক্রিভেয়ারো, যার জেরে গোটা মরশুম থেকেই ছিটকে যান এই প্লেমেকার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের উপর ভরসা রেখেই ক্রিভেয়ারোর সাথে চুক্তিবৃদ্ধি করল চেন্নাইন।
কিন্তু যেটি অবাক করার বিষয়, তা হল এটিকে-মোহনবাগান প্রাথমিকভাবে চেয়েছিল রাফায়েল ক্রিভেয়ারোকে পেতে। সূত্রের খবর, ক্রিভেয়ারোর জন্য চেন্নাইনের তুলনার দেড় গুণ বেশি বেতনের অফার দিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু প্রাথমিক অফারেই এটিকে-মোহনবাগানের প্রস্তাব ফিরিয়ে দেন ক্রিভেয়ারো। যার জেরে কার্যত বাধ্য হয়ে হুগো বৌমোসকে নিতে হয়েছে এটিকে-মোহনবাগানকে।