ক্লাবের 'স্পোর্টিং রাইটস' ও ফুটবলারদের বেতন বিতর্ক নিয়ে মুখ খুলল কোয়েস। বিস্তারিত পড়ুন…

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল ক্লাবের 'স্পোর্টিং রাইটস' যে খুব দ্রুত কর্তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সদ্য প্রাক্তন হওয়া বিনিয়োগকারী সংস্থা। ফলে সেই 'স্পোর্টিং রাইটস' হাতে চলে এলে আগামী মরসুমে সর্বভারতীয় প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অংশ নিতে কোনও বাধা থাকবে না। শুক্রবার কর্পোরেট সংস্থার তরফ থেকে মেইলে বলা হয়েছে, "কোয়েস, কিউইবিএফসি এবং ইবিএফসি'র মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ খুব দ্রুত সম্পন্ন হবে। পাশাপাশি কোয়েস তার শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য সবকিছু করবে। এবং আমরা ভবিষ্যতে ফুটবল ও সমর্থকদের পাশে থাকব।"
এদিকে লাল-হলুদ ফুটবলার ও দলের সাপোর্ট স্টাফদের বেতন সমস্যা নিয়ে একাধিক খবরের জন্য জেরবার কোয়েস। ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন হওয়া বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে শুক্রবার একটি মেইল করা হয়েছে। বেঙ্গালুরুতে অবস্থিত কর্পোরেট সংস্থা এদিন মেইল করে জানায়, "ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বেতন সমস্যা নিয়ে বেশিরভাগ খবর ভুল। সত্যতার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। আমরা পরিষ্কার করতে চাই যে আমরা একটি দায়বদ্ধ কর্পোরেট এবং সবার প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করা হবে। যাবতীয় আর্থিক ব্যাপার মেটানোর জন্য কলকাতায় থাকা আমাদের প্রতিনিধিরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।"