ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে কী বললেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক?

নিজস্ব প্রতিনিধিঃ কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। কোনও কিছুই পরিষ্কার হল না। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক রবিবার এক্সট্রা টাইমকে জানিয়ে দিলেন, "আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। এর মধ্যে ফিনান্সিয়াল ব্যাপার জড়িয়ে আছে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।"
২০২০ সালের ৩১ মে পর্যন্ত সব ফুটবলাদের চুক্তি ছিল বিনিয়োগকারী সংস্থার। কারও কারও সঙ্গে হয়তো দীর্ঘমেয়াদি চুক্তিও ছিল তাদের। কিন্তু কোরোনা ভাইরাসের জন্য চলতি বছরের এপ্রিল মাসেই তারা সমস্ত ফুটবলারের বেতন দিয়ে ছেড়ে দেয়। এই নিয়ে বেশ কিছু ফুটবলার অসন্তোষও প্রকাশ করেন।
এর থেকেই সবাই অনুমান করেছিল, সব ফুটবলারের সঙ্গে কোয়েস যখন সম্পর্ক ছিন্ন করেই ফেলল, তখন হয়তো ২০২০ সালের ৩১ শে মে-ও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলবে কোয়েস। কিন্তু সংস্থার কর্ণধার ফিনান্সিয়াল ব্যাপার জড়িয়ে আছে বলে আর কোনও মন্তব্য করতে চাইলেন না।
তাঁর মানে কী? তিনি ফুটবল টিমের জন্য যে টাকা বিনিয়োগ করেছেন, সেই টাকা দাবি করছেন ? তবেই ক্লাবের ৭০ শতাংশ শেয়ার ফেরত দেবেন ? তা না হলে ফিনান্সিয়াল ব্যাপার আছে বলে মন্তব্য করবেন কেন ?
ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু দল গঠন প্রায় শেষ করতে চলেছে। নতুন করে চুক্তিও করেছে ফুটবলারদের সঙ্গে। এখন অজিত বাবু কী করেন ? সেটাই দেখার।