ভারতকে হারানো প্রচন্ড কঠিন, স্বীকার করলেন কাতার কোচ ফেলিক্স স্যাঞ্চেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ১০ জনের ভারতের বিরুদ্ধে গোল করতে নাভিশ্বাস অবস্থা উঠে গিয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ই ম্যাচে আব্দেল আজিজ হাতেমের একমাত্র গোলে ভারতকে হারায় কাতার। দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে মাত্র একবারই ভারতীয় ডিফেন্সকে পরাস্ত করতে পেরেছে আসন্ন বিশ্বকাপের আয়োজকরা।
আর ভারতের এই দুর্ধর্ষ খেলায় মুগ্ধ কাতারের হেড কোচ ফেলিক্স স্যাঞ্চেজ। তিনি কার্যত স্বীকার করেছেন, ভারতের এই দুর্ধর্ষ খেলা কাতারের জন্য গোল করা মারাত্মক কঠিন করে দিয়েছিল।
ম্যাচের পর ফেলিক্স বলেছেন, "আমরা খুব কঠিন ম্যাচ আশা করেছিলাম। আমরা এমন একটি দলের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদের জন্য ডিফেন্সে সুচারুভাবে লোক সাজিয়ে অপেক্ষা করছিল, তাই খুব কঠিন হয়ে উঠেছিল সুযোগ তৈরি করা কিন্তু আমরা অনেক তৈরি করেছি। আমরা দূর থেকে শট নিয়েছি, সাইড থেকে ক্রস বাড়িয়েছি, কম্বিনেশন তৈরি করেছি, আমরা একটি গোলই করতে পারতাম তিন পয়েন্ট নিশ্চিত করার জন্য, সেটিই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা খুশি তিন পয়েন্ট পেয়ে, কিন্তু একই সাথে, আমরা আরও বেশি গোল করার আশায় ছিলাম যেহেতু খেলায় অনেক বেশি পার্থক্য ছিল।"
এদিকে ১৭ মিনিটের মাথায় রাহুল ভেকে দুটি হলুদ কার্ড খেয়ে বেরিয়ে যাওয়ায় বাকি ম্যাচ ১০ জনে খেলতে হয়েছিল ভারতকে। কিন্তু অতিরিক্ত লোক থাকা সত্ত্বেও কেবল এক গোলই দিতে পেরেছিল গ্রুপের শীর্ষে থাকা কাতার।
এই নিয়ে ফেলিক্স স্যাঞ্চেজ বলেছেন, "প্রথমার্ধের লাল কার্ড পার্থক্য তৈরি করে দিয়েছিল আর তারপর আমাদের পরিকল্পনা ছিল এই ম্যাচ জেতার। আমরা কিছুই পরিবর্তন করিনি। আমরা আমাদের প্রত্যাশামতই খেলা খেলছিলাম। অবশ্যই, দশ জনে দীর্ঘসময় ধরে খেলা সহজ নয়, তবে তাদের অনেক খেলোয়াড় ডিফেন্সে ছিল। আমাদের পক্ষে মুশকিল হয়ে গিয়েছিল ওদের গোলে পৌঁছনোর জন্য।"
এদিকে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর প্রশংসায় মাতলেন স্যাঞ্চেজ। তিনি বলেছেন, "দল সব কিছু চেষ্টা করে গিয়েছে। আমরা ২৫ এর বেশি শট মেরেছি এমন এক দলের বিরুদ্ধে যারা নিজেদের বক্সে অপেক্ষা করছিল। এটি সত্যিই কঠিন কাজ আমাদের জন্য কিন্তু আজ সেটি কাজে আসেনি। এছাড়া, ওরা খুব ভালোভাবে সাজানো ছিল এবং ওদের গোলকিপার আবারও অসাধারণ খেলেছে।"
শেষে ভারতের প্রশংসা করে ফেলিক্স বলেছেন, "ভারত দেখিয়েছে তারা খুবই কঠিন টিম হারানোর ক্ষেত্রে। ওরা খুব কম গোল খায় প্রতিটি ম্যাচে, কারণ একটি টিম হিসেবে এবং গোলকিপার বড় পার্থক্য তৈরি করে দেয়। উনি (গুরপ্রীত) আবারও অসাধারণ ছিলেন এবং এমন গোল বাঁচিয়েছেন যা আমরা তৈরি করেছিলাম।"