গুরপ্রীতের অসাধারণত্বে এশিয়া সেরাদের কাছে এক গোলে হার ভারতের

ভারত - ০
কাতার - ১ (আব্দুল হাতেম)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের দুর্ধর্ষ পারফর্মেন্সকে এই ম্যাচে আনতে পারল না টিম ইন্ডিয়া। এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে অল ডিফেন্সে নামলেও কোনও সুবিধা করতে পারল না ভারত। আর এই অসম লড়াইয়ে ভারতকে আরও পিছিয়ে দেয় উইংব্যাক রাহুল ভেকের লাল কার্ড। কয়েক মিনিটের ব্যবধানে জঘন্য ফাউল ও হ্যান্ডবলের জেরে দুটি হলুদ কার্ড খেয়ে বেরিয়ে যান ভেকে।
অধিকাংশ ম্যাচ জুড়ে কাতার আক্রমণ শানাতে থাকে। তবে কাউন্টারে ভারত সুনীল-মনবীর-বিপিনের ত্রয়ীতে আক্রমণে উঠতে থাকে। যদিও দুটি বড় সু্যোগ প্রথমার্ধে মিস করেন মনবীর সিং। এদিকে ভারতের যাবতীয় রক্ষণকে ভেঙে দুরন্ত গোল করেন আব্দুল হাতেম। আর এর জেরে ১০ ম্যানের ভারত প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকে।
তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণ করে ভারত। সুনীল ছেত্রীর পরিবর্তে উদান্তা সিংকে নামিয়ে গতিতে কাতারি ডিফেন্সকে মাত করতে চেয়েছিলেন কোচ ইগর স্টিম্যাচ। কিন্তু কাতার যেভাবে লাগাতার আক্রমণ করে চলেছিল, তাতে ভারতের কাউন্টার অ্যাটাকিং ফুটবল কাজে আসছিল না। আর শেষ অবধি সেই এক গোলেই ভারতের বিরুদ্ধে জিতল কাতার।
এই ম্যাচে নিঃসন্দেহে ভারতের ত্রাতা হিসেবে এসেছিলেন গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গান। এই দুই ফুটবলার যেভাবে কাতারি আক্রমণকে রুখে যাচ্ছিলেন, মনেই হয়নি ১০ জনে খেলছিল ভারত। তবে আপুইয়াকে দেরিতে নামানো ও ব্র্যান্ডন ফার্নান্ডেজকে না নামানো নিয়ে সমালোচনার মুখে পড়বেন কোচ ইগর স্টিম্যাচ।