মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে প্রথম আলোচনাতে এল না ফলাফল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে হতাশাজনক পারফর্মেন্সের পর এবার প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন লিওনেল মেসি।
ফরাসি পত্রিকা লে একুইপের রিপোর্ট অনুযায়ী, বুধবার মেসির চুক্তিবৃদ্ধির বিষয়ে প্রথমবার মুখোমুখি আলোচনায় বসেছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুই ক্যাম্পোস ও মেসির বাবা তথা এজেন্ট জর্জে মেসি।
আর এই আলোচনায় লিওনেল মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে কোনও সম্মতায় আসতে পারেননি দুই পক্ষই। বুধবারের আলোচনায় লিওকে এক বছরের চুক্তিবৃদ্ধির অফার দিয়েছিল পিএসজি। কিন্তু একাধিক বিষয়ে সম্মত হতে পারেনি পিএসজি ও মেসিরা।
কাতার বিশ্বকাপের আগে মেসির চুক্তিবৃদ্ধি করতে পারেনি পিএসজি, আর এই কারণে কাজটি বেশ কঠিন হয়ে গিয়েছে ফরাসি এই ক্লাবের জন্য। যদিও লিওনেল মেসির কাছে বর্তমানে শুধুমাত্র পিএসজিরই অফার রয়েছে, এবং যা খবর তাতে মেসি প্যারিসে থাকতে ইচ্ছুক।