মাঝমাঠকে শক্তিশালী করতে পল পোগবাকে টার্গেট করল পিএসজি, বদলি খুঁজছে রেড ডেভিলসরাও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমে দলবদলের বাজারে বেশ বড় চমক ঘটাতে চলেছে পিএসজি, তা স্পষ্ট। একাধিক তারকা খেলোয়াড়দের টার্গেট করেছে প্যারিসের এই দল। এবার ফ্রান্সের তারকা খেলোয়াড় পল পোগবাকে আনার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সুপারস্টার ফুটবলার গত কয়েক মরশুম ধরেই ক্লাব ছাড়ার পরিকল্পনা করছেন আর এবার পিএসজি এই মিডফিল্ডারকে নিতে আগ্রহী।
বিশিষ্ট ফরাসি মিডিয়া প্যারিস ইউনাইটেডের রিপোর্ট অনুযায়ী, পল পোগবাকে নেওয়ার ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে পিএসজি। এই মিডিয়া সংস্থাই এমবাপ্পে ও নেইমারের আগমণের খবর প্রথম বের করেছিল। জানা গিয়েছে, নেইমারের সাথে ভালো সখ্যতা আছে পোগবার। ফলে নেইমারকে কাজে লাগিয়ে এই ডিলটি সম্পন্ন করতে চাইছে পিএসজি।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও পোগবার বদলি খোঁজা শুরু করে দিয়েছে। আর এ বিষয়ে তাদের প্রথম পছন্দ লাজিও তারকা মিডফিল্ডার সের্গেই মিলিংকোভিচ স্যাভিচ।