সৌদি আরবেই যেতে চলেছেন লিওনেল মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, তাতে প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়ছেন লিওনেল মেসি। সম্প্রতি দুই সপ্তাহের সাসপেনশন এবং চুক্তি নবীকরণ নিয়ে দীর্ঘদিনের টালবাহানায় বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে এল চিরিনগুইতোর রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের আল হিলাল ক্লাবের প্রস্তাবে রাজি হতে চলেছেন মেসি। রোনাল্ডোর ক্লাব আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল প্রতি বছর ২৬২ মিলিয়ন পাউন্ডের রেকর্ড প্রস্তাব দিয়ে রেখেছে মেসিকে।
এদিকে শুধু মেসিকে আনাই নয়, বার্সিলোনায় তার পুরোনো সতীর্থ সের্জিও বুসকেতস ও জর্ডি আলবাকেও সই করানোর বিষয়ে আগ্রহী আল হিলাল। এল চিরিনগুইতোর রিপোর্ট অনুযায়ী, চলতি মরশুমের শেষেই ক্লাব ছাড়ছেন বুসকেতস। ইতিমধ্যেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। এদিকে চুক্তি থাকলেও যদি জর্ডি আলবা রিলিজ আদায় করতে পারেন বার্সিলোনা থেকে, তাহলে আল হিলালে সই করতে পারেন।
ফলে আবারও রোনাল্ডো বনাম মেসির দ্বৈরথের স্বাক্ষী থাকবে ফুটবল বিশ্ব। মেসির সাথে সৌদি আরবের সম্পর্ক যথেষ্ট মধুর। ফলে আল হিলালে মেসির আগমণ অসম্ভব ব্যাপার নয়।