মেসি-নেইমার-এমবাপ্পেদের দলে যোগ দিলেন রোনাল্ডোর সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইন বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম হেভিওয়েট দল, তা বলাই যায়। আক্রমণে মেসি-নেইমার-এমবাপ্পে এর মত সুপারস্টাররা রয়েছে। এদিকে মাঝমাঠে মার্কো ভেরাত্তি, লিয়ান্দ্রো পারেদেস, জর্জিনিও উইনালডামরা থাকলেও আরও শক্তিশালী করার প্রয়োজন।
এই পরিস্থিতিতে মাঝমাঠকে শক্তিশালী করতে এবার পোর্তোর মিডফিলদার ভিটিনহাকে সই করিয়েছে পিএসজি। মোট চার কোটি ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ভিটিনহাকে এনেছে তারা।
২২ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার ২০১১ সাল থেকে পোর্তোয় বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলতে খেলতে মূল দলে এসেছেন। মাঝে এক বছর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেললেও পুনরায় ফিরে আসেন পোর্তোয়। গত মরশুমে ভিটিনহার দাপটে লিগ শিরোপা জিতেছে পোর্তো।
গত মরশুমে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় খেলে ৪৭ ম্যাচে চার গোল ও তিন অ্যাসিস্ট করেছেন ভিটিনহা। সদ্য বিশ্বকাপ প্লেঅফস ফাইনালে উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে পর্তুগালের হয়ে অভিষেক করেন ভিটিনহা। ফলে এই সই নিঃসন্দেহে পিএসজির জন্য ভালো হবে, তা বলাই যায়।