রিপোর্ট : লিওনেল মেসিকে আনতে তিন বছরের 'অপরাজেয়' চুক্তি প্রস্তুত করেছে পিএসজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুম শেষেই এফসি বার্সিলোনার সাথে চুক্তি শেষ হয়ে যাবে লিওনেল মেসির। এবং এরপর মেসির নয়া ঠিকানা কি হবে, বা আদৌ বার্সিলোনায় চুক্তির নবীকরণ করবেন কিনা, সে নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যানচেস্টার সিটি এগিয়ে রয়েছে মেসিকে ক্লাবে আনার জন্য।
এবার যা খবর, তাতে আর্জেন্টাইন সুপারস্টারকে আনতে প্রস্তুতি শুরু করে দিয়েছে পিএসজি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই পিএসজি মেসির জন্য তিন বছরের চুক্তি তৈরি করেছে, যা ক্লাবের কথায় 'অপরাজেয়'। রিপোর্ট অনুযায়ী, পিএসজি মনে করছে, এই চুক্তির থেকে বড় কোনও চুক্তি আর্থিকভাবে অন্য কোনও ক্লাব প্রদান করতে পারবে না।
জানা গিয়েছে, লিওনেল মেসিকে পিএসজিতে দুই বছরের চুক্তিতে সই করানো হবে এবং তারকা এই ফুটবলার চাইলে আরও এক বছর চুক্তি নবীকরণ করতে পারেন। চলতি বছরের শুরু থেকেই মেসির প্রতি কড়া নজর রেখেছে পিএসজি। যেখানে নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়া থেকে যাচ্ছেন, কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে লিওনেল মেসির আগমণে পিএসজি বিশ্বের অন্যতম সেরা ক্লাব হয়ে উঠবে। তবে এফসি বার্সিলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা লড়াই চালিয়ে যাবেন মেসিকে রেখে দেওয়ার জন্য।