বার্সিলোনার হাতের নাগাল থেকে জর্জিনিও উইনাল্ডামকে 'হাইজ্যাক' করতে চলেছে পিএসজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসের শেষে লিভারপুলের সাথে চুক্তি শেষ হবে তারকা ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইনাল্ডামের। এবং জোর সম্ভাবনা, ফ্রি ট্রান্সফারে এফসি বার্সিলোনায় যাচ্ছেন ৩০ বছরের এই ফুটবলার। তবে বার্সিলোনার এই আশায় জল ঢালতে হাজির হল প্যারিস সেইন্ট জার্মেইন।
ফরাসি এই হেভিওয়েট দলও এবার আগ্রহী হয়েছে উইনাল্ডামকে পেতে। আর সেই কারণে এই ডাচ ফুটবলারকে বেশি বেতনের অফার দিয়েছে পিএসজি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আর্থিক অবস্থা খারাপ হওয়ার জেরে বেশ কিছু ফ্রি এজেন্টকে কম বেতনে আনছে বার্সিলোনা, যার মধ্যে ছিলেন উইনাল্ডামও। কিন্তু সেই বেতনের তুলনায় অনেক বেশি বেতনের প্রস্তাব রেখেছে পিএসজি।
এদিকে কয়েক দিন আগে উইনাল্ডামের এজেন্টরা ক্যাম্প ন্যুতে এসেছিলেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সাথে কথা বলার জন্য, এবং উইনাল্ডামকে তিন বছরের চুক্তিতে রাখার আবেদনও করেছেন তারা। কিন্তু প্যারিসের এই বড় বেতন ভাবিয়েছে উইনাল্ডামকে। ফলে আপাতত প্যারিসের দিকে ঝুঁকে রয়েছেন এই ডাচ ফুটবলার।
তবে শুধু পিএসজিই নয়, বায়ার্ন মিউনিখও আগ্রহী উইনাল্ডামকে পেতে, যদিও এখনও নিজেদের প্রস্তাব পেশ করেনি তারা। কিন্তু ফাঁকা ময়দানে গোল মারার পরিস্থিতি থেকে বঞ্চিত হল বার্সিলোনা। এবার উইনাল্ডামকে পেতে বেতনের লড়াইয়ে নামতে হবে পিএসজির বিরুদ্ধে।