এমবাপ্পের বিদায়ের চিন্তায় প্ল্যান বি হিসেবে মহম্মদ সালাহকে রাখল পিএসজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান ড্র্যাক্সলারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রেখে দিয়েছে পিএসজি। কিন্তু দলের মূল তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চিন্তায় রয়েছে পিএসজি। ২০২২ সাল অবধি চুক্তি থাকলেও জল্পনা চলছে, পিএসজি ছাড়তে পারেন এমবাপ্পে। এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদ সহ বেশ কিছু ক্লাব আগ্রহী।
এই পরিস্থিতিতে ফরাসি এই ফরোয়ার্ডকে হারানোর চিন্তা রয়েছে পিএসজির। আর এমন অবস্থায় এবার প্ল্যান বি তৈরি করে রেখেছেন স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। ইএসপিএন এর রিপোর্ট অনুযায়ী, লিভারপুলের তারকা ফরোয়ার্ড মহম্মদ সালাহের উপর নজর রাখছে পিএসজি।
২০২৩ অবধি লিভারপুলের সাথে চুক্তি রয়েছে সালাহের। এবং চলতি প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন এই মিশরীয় ফুটবলার। ৩৩ ম্যাচে ২১ গোল ও চার অ্যাসিস্ট রয়েছে সালাহের। এই পরিস্থিতিতে লিভারপুলের এই সুপারস্টারকে পেতে গেলে বড়সড় অর্থ দিতে হবে, তা স্পষ্ট।
রিপোর্ট অনুযায়ী, পিএসজি কোচ মউরিসিও পচেত্তিনো সালাহের বড় অনুরাগী এবং সালাহকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন পিএসজি ম্যানেজমেন্টের কাছে। তবে সম্ভাবনা এমনই, এমবাপ্পে থেকে প্রাপ্ত বিপুল অর্থ দিয়ে যদি পরিবর্ত বাছতে হয়, তবে সেটি মহম্মদ সালাহই।