তারকা উইঙ্গার ডি মারিয়ার সাথে চুক্তিবৃদ্ধি করল পিএসজি, মেসিকে দলে আনতেই কি এমন মোক্ষম চাল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমে বার্সিলোনা ছাড়বেন কিনা লিওনেল মেসি, সে নিয়ে সংশয় অব্যাহত। তবে মেসিকে নেওয়ার ক্ষেত্রে পিএসজি কাজ শুরু করে দিয়েছে সে বিষয়ে জানতে অসুবিধা নেই। এবার আর্জেন্টাইন বরপুত্রকে দলে আনতে কি এমন মোক্ষম চাল চালল পিএসজি?
গতকাল তারকা আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে আরও এক মরশুম অবধি চুক্তিবৃদ্ধি করল প্যারিসের এই ক্লাব। ২০২২ অবধি পিএসজিতে থাকছেন ডি মারিয়া। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছে খোদ পিএসজি। আর এর জেরেই উঠছে এমন গভীর প্রশ্ন।
লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দুজনে প্রচুর ম্যাচ খেলেছেন, কিন্তু কখনও একসাথে একই ক্লাবের হয়ে খেলেননি। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া এই দুই ফুটবলারের সখ্যতা দেখা গিয়েছিল সদ্য চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে, যেখানে দ্বিতীয় লেগের শেষে দুজনে একে অপরকে জড়িয়ে ধরেন।
ফরাসি মিডিয়া মারফত জানা গিয়েছে, পিএসজি ডি মারিয়াকে দিয়ে চেষ্টা চালাচ্ছে যাতে লিওনেল মেসিকে পিএসজিতে আনা যায়। এর আগেও ডি মারিয়া প্রস্তাব রেখেছিলেন মেসির কাছে পিএসজিতে আসার জন্য, কিন্তু মেসি সেই সময় বার্সিলোনা ছাড়তে চাননি। কিন্তু এই মরশুমের শুরুতে যেভাবে পরিস্থিতি জটিল হয়েছে ক্লাব ও মেসির মধ্যে, এবং এই মরশুম শেষেই মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তাতে পিএসজি অসম্ভবকে সম্ভব করে দিতেই পারে।