এটিকে মোহনবাগান অধ্যায় শেষ প্রণয় হালদারের, যোগ দিচ্ছেন এই ক্লাবে

এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : খবর সত্যি হল, এটিকে মোহনবাগান ছাড়ছেন তারকা মিডফিল্ডার প্রণয় হালদার। এক্সট্রা টাইম বাংলা আগেই জানিয়েছিল, সবুজ-মেরুণ ব্রিগেড ছাড়ছেন প্রণয়। এবার তাতে পড়ল শিলমোহর।
এই মুহুর্তে জাতীয় দলের শিবিরের জন্য কলকাতায়।রয়েছেন প্রণয়, যাননি মালদ্বীপে। এবং এটিকে মোহনবাগান থেকে প্রণয়কে অন্য ক্লাবে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা সম্ভাবনা, তাতে জামসেদপুর এফসি যেতে চলেছেন এই বাঙালি মিডফিল্ডার।
জানা গিয়েছে, আগামীকালই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে জামসেদপুর এফসি।