নয়া চ্যালেঞ্জ! এটিকে-মোহনবাগান থেকে এবার জামসেদপুর এফসির পথে প্রণয় হালদার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নয়া চ্যালেঞ্জ পেতে চলেছেন তারকা বাঙালি ফুটবলার প্রণয় হালদার। এটিকে-মোহনবাগানের এই ভরসাযোগ্য মিডফিল্ডার যোগ দিতে পারেন জামসেদপুর এফসিতে। জানা গিয়েছে, জামসেদপুরের সাথে চুড়ান্ত কথাবার্তা চলছে প্রণয়ের।
তবে পুরোপুরি নয়, এক বছরের লোনে প্রণয়কে নিতে চাইছে জামসেদপুর। ২০২৩ সাল অবধি এটিকে-মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন প্রণয়। ফলে লোনেই প্রণয়কে চাইছে জামসেদপুর এফসি। যদিও এটিকে-মোহনবাগান থেকে অন্তিম কিছু শর্তাবলী ও প্রক্রিয়া বাকি রয়েছে এই ট্রান্সফারের জন্য। তবে বলা যেতেই পারে, এটিকে-মোহনবাগানের তরফ থেকে সমস্ত কিছু নিশ্চিত হলে প্রণয়ের জামসেদপুরের যাওয়া নিশ্চিত।
গত মরশুমে সেভাবে গেমটাইম পাননি প্রণয়। ১৬টি ম্যাচ খেললেও কেবল ৭৬০ মিনিট খেলেছেন প্রণয়। ডিফেন্সিভ মিডফিল্ডে অত্যন্ত ভরসাযোগ্য ফুটবলার হিসেবে নিজের নাম করে নিয়েছিলেন প্রণয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রণয়।