আগামী মরশুম থেকেই অগ্রগমন-অবনমন থাকছে আইলিগ-আইএসএলে!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে বড় খবর এল ভারতীয় ফুটবলের জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী মরশুমের আইলিগ ও আইএসএলে অগ্রগমন ও অবনমন থাকছে।
মহমেডানের ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং বুধবার টুইটারে এই খবর প্রকাশ করেছেন। বুধবার ফিফা ও এএফসির সাথে বৈঠকে বসেন আইএসএল ও আইলিগের প্রতিনিধিরা। এবং সেই বৈঠকের মহমেডানের তরফে উপস্থিত ছিলেন দীপক কুমার সিং।
নিজের টুইটারে দীপক সিং লিখেছেন, "ভারতীয় ফুটবলের জন্য বড় খবর। দুর্দান্ত আলোচনা হয়েছে ফিফা ও এএফসির সাথে। অগ্রগমন-অবনমন প্রক্রিয়া সরকারিভাবে এই মরশুম থেকে আইলিগ ও আইএসএলে চালু হবে। খুবই খুশি, উদগ্রীব ও স্বস্তি পেয়েছি।"
এর আগেই ঠিক ছিল, আগামী মরশুমের আইলিগ জয়ী দল সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে, এবং ২০২৩-২৪ মরশুম থেকে আইএসএলে অবনমন প্রক্রিয়া শুরু হবে। তবে পুরো প্রক্রিয়াই ২০২২-২৩ মরশুম থেকে শুরু করার নির্দেশ ছিল ফিফা-এএফসি, তা বলাই যায়।