বুন্দেশলিগার পর এবার শুরু হতে চলেছে থমকে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে কোরোনা ভাইরাসের হানায় থমকে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ও আস্টোন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ দিয়ে। রিপোর্টে অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। বাকি ম্যাচের সূচী তৈরি হতে পারে ২০ জুন, শনিবার। প্রতিটি ম্যাচ হবে প্রতি সপ্তাহের শেষের দিকে।
যাবতীয় সতর্কতা অবলম্বন করেই শুরু হতে চলেছে থমকে যাওয়া লিগ। তার নির্দেশাবলী জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব, প্লেয়ার - সবাইকে। এই নিয়ে সেই দেশের ফুটবল সংস্থার সঙ্গে সরকারের আলোচনাও হয়েছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জার্মানির থমকে যাওয়া বুন্দেশলিগা। দর্শকশুন্য স্টেডিয়ামে। এমনকি রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা সোশ্যাল ডিস্টেন্স মেনেই ডাগ আউটে বসছেন। প্লেয়ারদেরও পরীক্ষা করে ঢোকানো হচ্ছে স্টেডিয়ামে। করোনা নির্মূল না পর্যন্ত এমন ভাবেই সতর্কতা অবলম্বন করেই বিদেশে ফের শুরু হচ্ছে থমকে যাওয়া লিগগুলো।