এটিকে মোহনবাগানেই থাকছেন প্রবীর দাস, 'মোহনবাগানিতো' সুরে দিলেন সুখবর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জোর জল্পনা ছিল, এটিকে মোহনবাগান ছাড়তে পারেন তারকা উইংব্যাক প্রবীর দাস। একাধিক ক্লাব অফারও করেছিল তাকে, এমনকি, গুঞ্জন উঠেছিল যে গেমটাইম না পাওয়ার জন্য তিনি ক্লাব থেকে রিলিজ চেয়েছেন। কিন্তু শেষ অবধি সেই সমস্ত জল্পনায় ইতি টানলেন স্বয়ং প্রবীর।
বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন প্রবীর, যেখানে তিনি অনুশীলনের জন্য তৈরি হচ্ছেন। সেখানে তিনি জানিয়ে দেন, এটিকে মোহনবাগানেই থাকছেন। আর পিছনে চলে মোহনবাগান সমর্থকদের তৈরি করা গান 'মোহনবাগানিতো', যা জনপ্রিয় স্প্যানিশ গান 'দেসপাসিতো' এর সুরে তৈরি।
তবে প্রবীরের না যাওয়াটা দীর্ঘদিন ধরেই বোঝা গিয়েছিল। হোটেলে গিয়ে রয় কৃষ্ণার জন্মদিন পালন করা, একসাথে জিমে সময় কাটানো - সব মিলিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি থাকছেন এটিকে মোহনবাগানেই।
তবে কতটা গেমটাইম পাবেন, সে নিয়ে সন্দেহ রয়েইছে। গত মরশুমে সেভাবে খেলার সুযোগ পাননি প্রবীর। আর এবারেও সেই নিয়ে নিশ্চয়তা নেই। কিন্তু মোহনবাগানের প্রতি অগাধ ভালোবাসা থেকেই এই সিদ্ধান্ত নিলেন প্রবীর।