প্রাণের প্রিয় মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে রওনা দিলেন প্রবীর দাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন হওয়ারই ছিল। এটিকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি প্রবীর দাস তিন বছরের চুক্তিতে যোগ দিলেন বেঙ্গালুরু এফসিতে।
সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বেঙ্গালুরু। আশিক কুরুনিয়নের বিদায়ের পর একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, বেঙ্গালুরুতে আসবেন প্রবীর। আর তাতেই পড়ল শিলমোহর।
উইংব্যাক হিসেবে মূলত খেললেও প্রয়োজনে মিডফিল্ডে খেলতে সক্ষম প্রবীর। এবং ভারতীয় ফুটবলে অভিজ্ঞতা সম্পন্ন এই বঙ্গতনয়কে পেয়ে আপ্লুত হবেন নয়া কোচ সাইমন গ্রেসন, তা বলাই যায়।
তবে এই চুক্তিটি সোয়াপ ডিল, নাকি দুটি আলাদা ট্রান্সফার, সে নিয়ে কোনও আপডেট আসেনি।