বেতন সমস্যা মেটানো থেকে জার্সিতে লোগো বিতর্ক। মুখ খুললেন দেবাশিস দত্ত। বিস্তারিত পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : শেষ দুই মাসের বেতন না পাওয়া নিয়ে ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন হওয়া বিনিয়োগকারী সংস্থার প্রতি ফুটবলারদের ক্ষোভ বেড়েই চলেছে। তবে বেতন দিতে দেরি হলেও মোহনবাগান কর্তারা কিন্তু কথা রাখলেন। গত কয়েকমাস লকডাউনের জন্য বন্ধ ময়দানের ফুটবল। কিন্তু তার মধ্যেই চলতি মরশুম শুরুর আগে মোহনবাগান ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দিতে চলেছেন ক্লাবকর্তারা। ক্লাবের চুক্তিবদ্ধ ফুটবলারদের মেসেজ করে দুই শীর্ষ মোহনবাগান কর্তা সচিব সৃঞ্জয় বোস এবং অর্থসচিব দেবাশিস দত্ত জানিয়ে দিয়েছেন দুটি কিস্তিতে তাঁদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কবে বেতন দেওয়া হবে সেই কথাও উল্লেখ রয়েছে মেসেজে। পাশাপাশি দেবাশিসবাবু জানিয়েছেন, আই লিগ জয়ের প্রাইজ মানি এবং মরশুমের যাবতীয় ভরতুকি পাওয়ার ১৫ দিনের মধ্যে ফুটবলারদের প্রস্তাবিত বোনাস দিয়ে দেওয়া হবে। প্রাইজ মানির বিষয়টি ফেডারেশনের কাছে বারবার তদ্বির করছেন বলে ফুটবলারদের মেসেজে জানিয়েছেন কর্তারা। শুক্রবার এই বিষয়ে এক্সট্রা টাইম'কে এমনটাই বললেন বাগানের অর্থ সচিব। তিনি বলেন, "গত মরসুমে আমাদের যারা ইনভেস্টর ছিলেন তারা মুম্বইতে থাকেন। এবং করোনা ভাইরাস পরিস্থিতির জন্য মুম্বইয়ের কি পরিস্থিতি সেটা আমরা সবাই জানি। ওদের অফিসও বন্ধ ছিল। সেটা নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছি। ভারতীয় ফুটবলারদের তিন মাসের বেতন বাকি আছে। পাপা বাবাকর দিওয়ারা পুরো বেতন পেয়ে গেলেও, বাকি কয়েকজন বিদেশিদের দুই মাসের বেতন বাকি। তবে সমস্যা মিটতে চলেছে। মুম্বই থেকে জানানো হয়েছে যে দুটো কিস্তিতে ফুটবলারদের ইনসেনটিভ এবং বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৫০ শতাংশ ৩০ জুনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তিতে বাকিটা দেওয়া হবে ২০ জুলাইয়ের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। কারণ, ফুটবলারদের পরিশ্রমের জন্যই ক্লাব আই লিগ জিতেছে।"
চলতি ১ জুন থেকে মোহনবাগান-এটিকে'র পথচলা শুরু হওয়ার কথা ছিল। তবে দেশজুড়ে লকডাউন ঘোষণার জন্য বোর্ড মিটিং এখনও হয়নি। যদিও এরমধ্যেই নতুন জার্সির রং, জার্সিতে মোহনবাগানের লোগো না থাকা নিয়ে একাধিক খবর প্রচারিত হচ্ছে। গোটা ব্যাপারটা উড়িয়ে দিলেন দেবাশিস। তিনি যোগ করলেন, "যারা এমন বলছে তারা হাস্যকর মন্তব্য করেছে। মোহনবাগান ক্লাবের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে মোহনবাগানের স্বার্থ, মোহনবাগানের ঐতিহ্য ও মোহনবাগানের সম্মান অগ্রাধিকার পাবে। সেটা মেনেই সবকিছু চূড়ান্ত হবে।"
শুধু তাই নয়। সঞ্জয় সেন নাকি কলকাতা লিগে মোহনবাগানের কোচিং করাবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন রঞ্জন চৌধুরী। ময়দান জুড়ে এমন খবর রটেছে। যদিও এমন রটনাকে গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুনের অর্থ-সচিব। বললেন, "আগে কোম্পানি গঠন এখনও বোর্ড মিটিং হল না, তাহলে কীভাবে কোচ কিংবা সহকারী কোচ ঠিক হবে। মিথ্যে খবর পরিবেশন করা হচ্ছে।"