আক্রমণে শক্তিবৃদ্ধি, দুরন্ত ফরোয়ার্ড পিয়ের-এমরিক অবামেয়াংকে আনতে চলেছে এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ দিনে বড় পদক্ষেপ নিল এফসি বার্সিলোনা। আর্সেনাল থেকে ছয় মাসের চুক্তিতে দুরন্ত ফরোয়ার্ড পিয়ের-এমরিক অবামেয়াংকে সই করাল এফসি বার্সিলোনা, আর তারপর এক বছরের জন্য চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে।
গত সপ্তাহান্তে অবামেয়াংকে নেওয়ার জন্য আর্সেনালের সাথে কথা বলছিল বার্সিলোনা। আর এর জেরে ফ্রি এজেন্ট হিসেবে অবামেয়াংকে তুলে নিল বার্সা। বিগত কয়েক মাস ধরে শৃঙ্খলাগত কারণে আর্সেনালের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল অবামেয়াংয়ের। যার জেরে আর্সেনালের অধিনায়কত্ব থেকে সরানোও হয়েছিল এই ফরোয়ার্ডকে।
এদিকে গাবোনের এই ফরোয়ার্ড বার্সিলোনায় আসার জন্য নিজের বেতন অনেকটাই কমিয়েছে। আর্সেনালে থাকাকালীন অবামেয়াং সপ্তাহে তিন লক্ষ ইউরো আয় করতেন। আর সেই কারণে দেনাগ্রস্থ এফসি বার্সিলোনায় আসার জন্য নিজের বেতন অনেকটাই কমিয়েছেন তিনি। এদিকে ইতিমধ্যেই বার্সিলোনায় চলে এসেছেন অবামেয়াং, যেখানে তার বাবার বাড়ি রয়েছে।