এরলিং হালান্ডকে আনার মত আর্থিক ক্ষমতা নেই ম্যানচেস্টার সিটির, মেনে নিলেন কোচ পেপ গুয়ারদিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে এরলিং হালান্ডের ভবিষ্যৎ সম্পর্কে খোঁজ নিতে স্পেন ও ইংল্যান্ড সফর করছেন সুপার এজেন্ট মিনো রাইওলা ও হালান্ডের বাবা। স্পেনে এফসি বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের সাথে কথা বলার পর, লন্ডনে তারা এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসির সাথে কথা বলতে।
এই পরিস্থিতিতে কি ম্যানচেস্টার সিটি হালান্ডকে নিতে আগ্রহী থাকবে? বিশেষত যখন তাদের প্রধান স্ট্রাইকার সের্জিও আগুয়েরো মরশুম শেষে ক্লাব ছাড়ছেন। অর্থের বিষয়ে ম্যানচেস্টার সিটির তেমন অভাব হবে না, এমনটা নিশ্চিতভাবেই জানা যায়। তবে হালান্ডকে নিতে কার্যত নিজেদের অর্থের অভাবকে দেখিয়ে দিলেন ম্যান সিটি কোচ পেপ গুয়ারদিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে কোনও স্ট্রাইকার নেওয়ার বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন পেপ জানান, আর্থিক দিক থেকে তারা হালান্ড সহ অন্য স্ট্রাইকার নিতে অক্ষম। এই নিয়ে গুয়ারদিওলা বলেছেন, “যেভাবে দাম বেড়েছে তাতে আমরা কোনও স্ট্রাইকারের পিছনে খরচ করব না, এটি অসম্ভব, আমরা খরচ নিতেই পারব না। প্রতিটা ক্লাবই আর্থিক দিক থেকে ভুগছে, আমরাও তাই। আমাদের কাছে গ্যাব্রিয়েল (গ্যাব্রিয়েল জেসুস) আছে, ফেরান (ফেরান টোরেস) যিনি অসাধারণ ছন্দে রয়েছেন, রাহিম (রাহিম স্টার্লিং) ফলস নাইন হিসেবে খেলতে পারেন। এই মুহুর্তে কোনও সম্ভাবনা নেই স্ট্রাইকার সই করানোর।“
এদিকে আগুয়েরোর বদলি হিসেবে কাউকেই দেখতে পাচ্ছেন না পেপ। আর এই প্রশ্নে আবারও আর্থিক সংকটের কথা জানালেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, “আমরা আগুয়েরোকে খুব মিস করব। আমরা জানি অতীতে এবং বর্তমানে উনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এই সিদ্ধান্তগুলি কখনই সহজ নয়। আমি একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই, হয়ত আমরা কোনও খেলোয়াড়কে খুঁজে পাব যিনি সের্জিওর বদলি হবেন। সংখ্যার দিক থেকে উনি পরিবর্তিত হতেই পারেন কিন্তু উনি ক্লাবে যে গুরুত্ব রাখেন সেটি সরানো অসম্ভব।“
আর শেষে আবারও আর্থিক সংকটকে তুলে ধরে পেপ বলেছেন, “আমাদের এই মুহুর্তে প্রথম দলে যথেষ্ট খেলোয়াড় রয়েছে এবং অ্যাকাডেমিতে বেশ নজরকাড়া খেলোয়াড় রয়েছে। বিশ্ব ফুটবলের বর্তমান অর্থনীতির দিকে তাকালে আমরা এই মরশুমে কোনও স্ট্রাইকার সই করাব না।“
ইতিমধ্যেই তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকারের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর দর রেখে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের। আর এই পরিস্থিতিতে খুব কম ক্লাবই এত অর্থ দিয়ে হালান্ডকে কিনতে এগিয়ে আসবে। আর আশা করা হয়েছিল, সেই স্বল্পসংখ্যক ক্লাবের একটি হবে ম্যানচেস্টার সিটি।