জুভেন্টাসে কি থাকবেন পিরলো-রোনাল্ডো? জবাব দিলেন কিংবদন্তী পাভেল নেডভেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে একেবারে ভালো ছন্দে নেই জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে পোর্তোর কাছে বিদায়, এদিকে সিরি আতে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে নীচে রয়েছে জুভেন্টাস। এই পরিস্থিতিতে নয়া কোচ আন্দ্রে পিরলো এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর কোপ পড়বে, সে নিয়ে জল্পনা চলছে।
এই পরিস্থিতিতে এবার পিরলো ও রোনাল্ডোর উপর আস্থা রেখেছেন জুভেন্টাসের সহ সভাপতি পাভেল নেডভেড। ব্যালন ডি অর জয়ী এই প্রাক্তন ফুটবলার কোচ পিরলোকে নিয়ে বলেছেন, “পিরলো জুভেন্টাসের কোচ হিসেবে আছেন এবং থাকবেন, এটি একশো শতাংশ নিশ্চিত। আমরা ওনাকে নিয়ে নতুন একটি প্রকল্প তৈরি করেছি, এটি জেনে যে কঠিন পরিস্থিতি আসবে। আমরা আরও কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তা করতে পারিনি। আমরা শান্ত আছি, পিরলোর মধ্যে সেই ক্ষমতা রয়েছে বড় কোচ হওয়ার।“
এদিকে বিশ্ব ফুটবলে নানা জল্পনা উঠেছে পরের মরশুমে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস থেকে বিদায়কে ঘিরে। তবে রোনাল্ডোর থাকা নিয়ে আস্থা দিয়েছেন কিংবদন্তী ফুটবলার নেডভেড। তিনি বলেছেন, “যতদুর আমার ধারণা, রোনাল্ডো ছাড়বেন না। ওনার চুক্তি রয়েছে আগামী ২০২২ এর জুন অবধি, আর উনি থাকবেন। এরপর কি হয় সে বিষয়ে আমরা দেখব।“
রোনাল্ডোর পরিস্থিতি নিয়ে নেডভেড আরও বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের ফুটবলের অলিম্পাসে নিয়ে এসেছে, টেকনিক্যালি আর চরিত্রের দিক থেকে। ১২০ ম্যাচে উনি ১০০ এর বেশি গোল করেছেন, আর তাছাড়াও, উনিই আমাদের চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে নিয়ে এগিয়েছেন। উনি একজন সাধারণ মানুষ, যদিও বাইরে থেকে দেখতে লাগে না। উনি আধুনিক খেলোয়াড়ের একটি বিশেষ উদাহরণ যিনি অবিশ্বাস্য লক্ষ্য অর্জন করেছেন নিজের অফুরন্ত প্রতিভা ও কাজের মাধ্যমে।“