অবশেষে সব সমস্যা মিটিয়ে ভারতে খেলতে আসছে পাকিস্তান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে সকল অনিশ্চয়তা মিটিয়ে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান ফুটবল দল। আগামী ২১ জুন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে খেলতে নাম্বে পাকিস্তান। তার একদিন আগে ২০ জুন, মঙ্গলবার বেঙ্গালুরুতে পৌঁছাবে পাকিস্তান দল।
আরও পড়ুন- করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য করলেন সুনীল ছেত্রীরা
খবর অনুযায়ী, ভিসা সমস্যার কারণে ভারতে আসা অনিশ্চিত হয়ে পড়েছিল পাকিস্তান ফুটবল দলের জন্য। ২ দিনের চেষ্টার পর পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের খেলোয়াড়দের ভিসা দিতে সক্ষম হয়। বর্তমানে পাকিস্তান দল মরিশাসে রয়েছে এবং সেখান থেকে তারা আসবে মুম্বইয়ে। মঙ্গলবার মুম্বই থেকেই বেঙ্গালুরু যাবে পাকিস্তান দল।
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কান্তিরাভা স্টেডিয়ামে খেলা হবে। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত। এই গ্রুপে তারা মুখোমুখি হবে পাকিস্তান, কুয়েত এবং নেপালের।