মেসির নামে নিজেদের সন্তানের নাম রাখার হিড়িক পড়েছে বাবা-মায়েদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আর্জেন্টিনাকে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই কিংবদন্তির সম্মান পাওয়া লিও আজ আর্জেন্টাইনদের কাছে ঈশ্বরসম। আর সেই কারণে মেসির নামে নিজেদের সন্তানের নাম রাখার হিড়িক পড়েছে বাবা-মায়েদের।
আর্জেন্টিনার শহর স্যান্টা ফের সিভিল রেজিস্ট্রি অনুযায়ী, গত ডিসেম্বর মাসে প্রতি ৭০ সদ্যোজাতের মধ্যে একজনের নাম লিওনেল কিংবা লিওনেলা রাখা হয়েছে। মাত্র ৩০ দিনে সেই সংখ্যা ৪৯ এ এসে গিয়েছে।
গত সেপ্টেম্বর মাসে প্রায় ছয়জন শিশুর নাম লিওনেল বা লিওনেলা রাখা হয়েছে। এরপর অক্টোবর ও নভেম্বর মাসে সেই সংখ্যা ৩২ এ গিয়ে দাঁড়ায়। এবং ডিসেম্বরে সেই সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে স্যান্টা ফে এর সিভিল রেজিস্ট্রি।
শুধু মেসিই নন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের বাকি সদস্যদের নামেও সদ্যোজাতদের নামকরণ হচ্ছে। রেডিও স্যান্টা ফে এলটি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে সিভিল রেজিস্ট্রির পরিচালক মারিয়ানো গালভেজ বলেছেন, "গত কয়েক সপ্তাহে জাতীয় দলের অন্যান্য সদস্যদের নামেও সদ্যোজাতদের নাম নথিভুক্ত হচ্ছে, যেমন জুলিয়ান বা এমিলিয়ানো। তবে সব থেকে বেশি আর্জি এসেছে লিওনেল নামটিতেই।"
তবে এর জন্য লিওনেল মেসি দায়ী হলেও মেসির নামকরণ হয়েছিল আর এক শিল্পীর নামে। মার্কিনী সঙ্গীতশিল্পী লিওনেল রিচির নামে নামকরণ হয়েছিল আর্জেন্টিনার বরপুত্রের। রোজারিওর সংবাদপত্র লা ক্যাপিটালের রিপোর্ট অনুযায়ী, মেসির মা সিলিয়া কুকিটিনি নিজের ছেলের নাম এই সঙ্গীতশিল্পীর নামে রাখতে চেয়েছিলেন। কারণ সেই সময়ে লিওনেল রিচির গান 'সে ইউ, সে মি' গানটি বেশ জনপ্রিয় ছিল। আর সেটি থেকেই এই সঙ্গীতশিল্পীর নামেই নিজের ছেলের নাম রাখলেন সিলিয়া।