ভারতে ফিরতে চলেছেন হুয়ান মেরা! আগ্রহ দেখিয়েছে ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯-২০ মরশুমে আইলিগে ইস্টবেঙ্গলে এসে ম্যাজিক দেখিয়েছিলেন স্প্যানিশ ফুটবলার হুয়ান মেরা গোঞ্জালেজ। নিজের স্কিলে মোহিত করে দিয়েছিলেন লাল-হলুদ জনতাকে। তবে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া আইলিগে দ্বিতীয় হয়েই থামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যার পর ক্লাব ছেড়ে স্পেনে ফিরে গিয়েছিলেন হুয়ান মেরা।
এবার ফের ভারতে ফিরতে চলেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। এই মুহুর্তে স্প্যানিশ তৃতীয় ডিভিশনের ক্লাব সিডি লিয়ালতাদে খেলছেন হুয়ান মেরা। এবং এই তারকা ফুটবলারকে পেতে আগ্রহ দেখিয়েছে ওড়িশা এফসি। জানা গিয়েছে, ইতিমধ্যেই হুয়ান মেরার এজেন্টের সাথে একপ্রস্থ কথা বলেছে ওড়িশা।
আগামী জুলাই মাসে চুক্তি শেষ হচ্ছে হুয়ানের। আর এর জেরে আইএসএল খেলার এই সুযোগ নিয়েও নিতে পারেন তিনি। জানা গিয়েছে, ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দাভিদ ভিয়ার আগমণের জেরে স্প্যানিশ খেলোয়াড় নেওয়ার বিষয়ে মনোনিবেশ করছে ওড়িশা। এবং হুয়ানের মত ভারতে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একজন ফুটবলারকে পেতে উদ্যোগী হয়েছে ওড়িশা।
যদিও কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, তবে ভালো অফার পেলে নিঃসন্দেহে ভারতে ফিরতে চলেছেন হুয়ান, সেটি নিশ্চিত।