ভারতীয় ফুটবলে এলেন নেইমারের সতীর্থ

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ওড়িশা এফসিতে সই করলেন ব্রাজিলীয় স্ট্রাইকার দিয়েগো মুরিসিও। সোমবারই সই করলেন আইএসএল সপ্তম এডিশনের জন্যে। ২৯ বছরের স্ট্রাইকার জীবন শুরু করেছিলেন ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাব ফ্লেমিংগোয় ২০১০ সালে। এছাড়া খেলেছেন ব্রাজিলের রেসিফ, ব্রাগন্টিনো, অ্যালাগনো ইত্যাদি ক্লাবে। রিও দি জেনেইরোর স্ট্রাইকার অনূর্ধ্ব ২০ ব্রাজিল দলে ছিলেন। যেখানে, কুটিনহো, ক্যাসিমেরো, অস্কার, ফির্মিনহো, এবং নেইমারের সতীর্থ ছিলেন।
ওড়িশা এফসির হেড কোচ স্টুয়ার্ট বাকসার বলেছেন " দিয়েগো নিজের জন্যে যেমন খেলে তেমনি দলের জন্যেও খেলে, দিয়েগো আমাদের সম্পদ।" দলে সই করে প্রচণ্ড আনন্দিত দিয়েগোও।