ডবল চমক ওড়িশার, সেবাস্তিয়ানের পর হায়দ্রাবাদ এফসির সাহিল পানওয়ারকে তুলল ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিনেই জোড়া চমক দেখাল লিগের লাস্ট বয় ওড়িশা এফসি। পরপর দুই মরশুমের ব্যর্থতাকে কাটিয়ে উঠতে একের পর এক খেলোয়াড় তুলছে ওড়িশা। আইলিগজয়ী গোকুলামের উইংব্যাক সেবাস্তিয়ানের পর এবার হায়দ্রাবাদ এফসির তরুণ ডিফেন্ডার সাহিল পানওয়ারকে সই করল ওড়িশা।
শুক্রবার ওড়িশা এফসি নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে সাহিলের আগমণের বিষয়ে প্রকাশ্যে আনে। হায়দ্রাবাদ এফসি থেকে ২১ বছরের এই তরুণ ডিফেন্ডার দুই বছরের চুক্তিতে যোগ দিলেন ওড়িশায়, যেখানে আরও এক বছর চুক্তি বাড়ানোর অপশনও রয়েছে।
যোগদানের পর সাহিল বলেছেন, "ওড়িশা এফসি এমন একটি ক্লাব যারা তরুণ ফুটবলারদের সুযোগ দেয়। আমি অত্যন্ত খুশি এখানে সই করে এবং এই ক্লাবের জন্য খেলতে মুখিয়ে রয়েছি। আমার ইচ্ছা ভারতের হয়ে খেলার এবং আশা করি ক্লাব আমায় একটি সুযোগ দেবে আমার প্রতিভা আসন্ন আইএসএলে প্রদর্শন করার।"
এদিকে সাহিলের যোগদান নিয়ে ওড়িশা এফসির সিইও রোহন শর্মা বলেছেন, "আমরা সাহিলকে ক্লাবে স্বাগত জানাতে পেরে খুশি। বয়স কম হওয়া সত্ত্বেও আমরা ওকে একজন অভিজ্ঞ হিসেবে দেখি যেহেতু গত কয়েক বছরে ও আইএসএল খেলেছে। আমাদের মনে হয় ওড়িশা এফসি খুবই ভালো জায়গা হবে লড়ার জন্য এবং ডিফেন্সে নিজের প্রভাব গড়ার জন্য।"
উত্তরাখন্ডের এই ডিফেন্ডার ২০১৯ সালে পুনে সিটি এফসি থেকে হায়দ্রাবাদ এফসিতে যোগ দেন। যদিও এই মরশুমে কেবল চার মিনিট খেলার সুযোগ পান সাহিল। তবে ২০১৯-২০ মরশুমে ১২টি ম্যাচ খেলেছেন তিনি, এছাড়া এফসি পুনে সিটির হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন সাহিল। সুতরাং আইএসএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সাহিলের।