বিদেশী নিয়োগে বড়সড় পরিবর্তন, স্রেফ দুই বিদেশীকে রাখতে চলেছে ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে অত্যন্ত হতশ্রী পারফর্মেন্স করেছে ওড়িশা এফসি। লিগ টেবিলে একেবারে শেষে গিয়ে থেমেছে তারা। ২০ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল তারা। আর এর জেরে পরের মরশুমে যে বড়সড় বদল হবে ওড়িশার স্কোয়াডে, সেটি নিশ্চিত। আর সব থেকে বড় কোপ পড়বে বিদেশীদের উপর, তা নিশ্চিতভাবেই বলা যায়।
তবে এই মরশুমের দুই বিদেশীকে পরের মরশুমেও রাখতে পারে বেঙ্গালুরু এফসি। সব ঠিকঠাক থাকলে, ওড়িশা এফসির তারকা স্ট্রাইকার দিয়েগো মউরিসিও এবং মিডফিল্ডার কোল আলেকজান্ডারকে রেখে দিতে চাইছে ওড়িশা এফসি। এবারের আইএসএলে ১২টি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন মউরিসিও, অন্যদিকে মিডফিল্ডে ভালো জমাট বাঁধিয়েছেন কোল আলেকজান্ডার।
জানা গিয়েছে, মউরিসিও এবং কোল আলেকজান্ডার দুজনকেই চুক্তিবৃদ্ধির অফার দেওয়া হয়েছে, যদিও দুজনের কেউই অফার গ্রহণ করেননি। দিয়েগো মউরিসিও বেশ কিছু শর্ত প্রদান করেছেন যার মধ্যে অন্যতম হল আগামী মরশুমের জন্য ভালো দল গঠন। এদিকে মউরিসিওর কাছে একাধিক আইএসএল ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে।