লিগের লাস্ট বয় ওড়িশা এফসি ছাড়লেন অধিনায়ক স্টিভেন টেলর, যোগ দিলেন নিজের পুরোনো ক্লাবে

সব্যসাচী ঘোষ : চলতি আইএসএলে একেবারে হতশ্রী পারফর্মেন্স করেছে ওড়িশা এফসি। মাত্র দুটি ম্যাচে জয় পাওয়ায় লিগ তালিকার একেবারে শেষে অবস্থান করেছিল তারা। অনেকেই এই ব্যর্থতার জন্য দূর্বল ডিফেন্সকে দায়ী করেছেন, আর তার অধিকাংশ দায় পড়ে খোদ অধিনায়ক স্টিভেন টেলরের উপর। ইংরেজ এই ডিফেন্ডারকে ছেড়ে দেবে ওড়িশা এফসি, তা কিছুটা নিশ্চিত ছিল। এবার কার্যত নিজেই অন্য ক্লাবে গেলেন টেলর।
ওড়িশা এফসির অধিনায়ক স্টিভেন টেলর ফিরে গিয়েছেন নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে। অস্ট্রেলিয়া এ লিগের এই দলে এর আগেও খেলেছেন টেলর। ২০১৮ সাল থেকে মোট ৪৭টি ম্যাচ খেলেছেন স্টিফেন টেলর। এবার ওয়েলিংটন ফিনিক্সের হয়ে মরশুমের বাকি ম্যাচগুলি খেলতে নামবেন টেলর।
চলতি আইএসএলে ওড়িশা এফসির হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন টেলর, যেখানে দুটি গোলও করেছেন তিনি। ভারতীয় ফুটবলমহলে শোনা গিয়েছিল, ওড়িশা এফসির অধিনায়ককে পেতে উদ্যোগী হয়েছে বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এবার নিজের পুরোনো ক্লাবেই ফিরলেন স্টিফেন টেলর।