চ্যাম্পিয়ন্স লিগ খেলা তাজিক মিডফিল্ডার নুরিদ্দিনকে সই করে চমক দিল মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে নিজেদের অন্যতম সেরা চমক দিল মহমেডান। তাজিকিস্তানের তারকা মিডফিল্ডার নুরিদ্দিন দাভ্রোনোভকে সই করল সাদা-কালো ব্রিগেড। তাজিক হেভিওয়েট দল এফসি ইস্তিকলোল থেকে মহমেডানে যোগ দিয়েছেন নুরিদ্দিন।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে মহমেডান। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন নুরিদ্দিন। এছাড়া তাজিকিস্তান জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন তিনি, জাতীয় দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন তিনি। ২০১৭ সালে এএফসি কাপের ফাইনালেও খেলেছেন নুরিদ্দিন।
ইস্তিকলোল ছাড়াও তাজিক ক্লাব বার্কচিতে খেলেছেন নুরিদ্দিন। এছাড়া রাশিয়ার লোকোমোটিভ মস্কোর রিজার্ভ দল, সার্বিয়ার দল স্লোবোডা উজিচে, বুলগেরিয়ার দুনাভ রসে, ইন্দোনেশিয়ার মাদুরা ইউনাইটেড, বোর্নিও এফসি, পেরসিটা এবং ওমানের ওমান ক্লাবের হয়ে খেলেছেন। ফলে বিশ্বের বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে মহমেডানের।
সম্ভবত নিকোলার পরিবর্ত হিসেবেই দলে আসছেন নুরিদ্দিন। ফলে নিকোলার শূন্যস্থান কতটা পূরণ করতে পারেন এই তাজিক মিডফিল্ডার, তারই অপেক্ষায় থাকবে মহমেডান সমর্থকরা।