নাওরেম মোহনবাগানে, বদলে কিবুর দলে এলেন তাঁর পুরোনো ছাত্র। কে তিনি? জানতে পড়ুন.....

নিজস্ব প্রতিনিধি : বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মাইকেল সুসাইরাজের বদলি হিসাবে নংদম্বা নাওরেমকে নিতে পারে এটিকে মোহনবাগান। অবশেষে সেটাই হল। ফের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন এই মিডফিল্ডার। মঙ্গলবার সেই 'সোয়্যাপ ডিল' সম্পন্ন হল। কেরালা ব্লাষ্টার্স ও এটিকে মোহনাবাগানের মধ্যে। মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা শুভ ঘোষের বদলে নাওরেমকে সই করাল এটিকে মোহনবাগান। মরসুমে শুরুতে নাওরেমকে পেতে ঝাপালেও সফল হয়নি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু এবারে নাওরেমকে সই করিয়ে সুসাইরাজের পরিবর্তনটা বেশ শক্তপক্ত করতে পারল বলাই যায়।
আন্তোনিও লোপেজ হাবাসের দলে সুযোগ পাচ্ছিলেন না শ্যামনগর থেকে উঠে আসা এই তরুণ বাঙালি স্ট্রাইকার। এই স্যোয়াপ ডিলের পর শুভ তাঁর সোস্যাল মিডিয়াতে লিখেছেন,"এই ৬ বছরের সুবজ-মেরুন জার্সি গায়ে সফর আমার হৃদয়ে অবস্থান করবে। আমি সমস্ত কোচ, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালদের ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকার জন্যে। বিশেষত গত মরসুম আমার কাছে স্বপ্নের মত কেটেছে। প্রথম বছর আই লিগ জেতার যে আনন্দ তা একপ্রকার স্বপ্নপূরণের মত ছিল।"
এটিকে মোহনবাগান ছেড়ে কেরালায় গেলেন শুভ। কিবু ভিকুনার কোচিং স্টাইল সম্পর্কে বেশ পরিচিত তিনি। এখন দেখার মরসুমের মাঝপথে নাওরেম সবুজ-মেরুন জার্সিতে কতটা নিজেকে প্রমাণ করতে পারে এবং শুভই বা নতুন পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারে।