লাল-হলুদ সমর্থকদের প্রিয় ব্র্যান্ডনকে পেতে আগ্রহ দেখাল নর্থইস্ট ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া সারছে আইএসএলের প্রতিটি দল, এসসি ইস্টবেঙ্গল বাদে। এই পরিস্থিতিতে নর্থইস্ট ইউনাইটেড চেষ্টা চালাচ্ছে নিজেদের রাজ্যের ফুটবলারদের সই করাতে। আর এই প্রক্রিয়ায় এবার নর্থইস্টের নজরে রয়েছেন তারকা ফুটবলার ব্র্যান্ডন ভানলালরেমডিকা।
এসসি ইস্টবেঙ্গল থেকে লোনে আইজল এফসির হয়ে খেলেছেন ব্র্যান্ডন। তবে আদৌ ইস্টবেঙ্গল ডাকবে কিনা, সেসব নিয়ে সংশয় থাকায় সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে নর্থইস্ট। জানা গিয়েছে, ২৭ বছরের এই মিডফিল্ডারকে পেতে ইতিমধ্যেই প্রাথমিক কথা সেরে রেখেছে নর্থইস্ট। এছাড়া আরও দুটি আইলিগের ক্লাবের প্রস্তাব রয়েছে ব্র্যান্ডনের কাছে।
২০১৬-১৭ মরশুমে আইজলের হয়ে আইলিগ জয়ের পর ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিয়েছিলেন ব্র্যান্ডন। আর এসে সমর্থকদের অত্যন্ত প্রিয় একজন ফুটবলার হয়ে উঠেছিলেন ব্র্যান্ডন। তবে ইস্টবেঙ্গল আইএসএলে যাওয়ার পর ব্র্যান্ডন জায়গা পাননি। এবারের আইলিগে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ব্র্যান্ডন।