মুম্বইকে চ্যাম্পিয়ন করানো এই তারকা বিদেশী পাড়ি দিলেন নর্থইস্ট ইউনাইটেডে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ঘরভাঙন চলছেই। গত মরশুমে মুম্বই সিটি এফসিকে লিগ ও শিল্ড জেতানোর মুখ্য কারিগররা একে একে ক্লাব ছেড়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্তানা। মুম্বই সিটি এফসি থেকে হার্নান যোগ দিলেন নর্থইস্ট ইউনাইটেডে।
শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে নর্থইস্ট। 'এল তোরো' হার্নানকে সই করিয়ে নিঃসন্দেহে শক্তি বাড়ল নর্থইস্টের। সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে দারুণভাবে আক্রমণ সাজাতে পারেন হার্নান। মূলত এই স্প্যানিয়ার্ডই হবেন নর্থইস্টের হৃদপিন্ড।
গত মরশুম মুম্বই সিটি এফসিকে লিগের সেরা করতে বড় ভূমিকা পালন করেছিলেন হার্নান। গত বছর স্পোর্টিং গিজন থেকে লোনে মুম্বইতে এসেছিলেন হার্নান। মুম্বইয়ের হয়ে দুটি গোলও করেছেন হার্নান। চলতি বছরে স্পোর্টিং গিজনের সাথে চুক্তি শেষ হয় হার্নানের। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই নর্থইস্টে যোগ দেন এই স্প্যানিয়ার্ড।