এসসি ইস্টবেঙ্গলে থাকবেন জেজে? মিজো স্নাইপারের উপর নজর নর্থইস্ট ইউনাইটেডের

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে অনেক আশা ভরসা নিয়ে এসসি ইস্টবেঙ্গলে এসেছিলেন জেজে লালপেখলুয়া। আইএসএলের দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলস্কোরার লাল-হলুদে ফুল ফোটাবেন, এমনটাই আশা ছিল। কিন্তু ফিটনেসের চুড়ান্ত অভাব ও ফর্মের ঘাটতিতে একেবারে সুখকর হয়নি জেজের মরশুম। সাত ম্যাচে মাত্র এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন মিজো স্নাইপার।
আর এর ফলে আগামী মরশুমে জেজে আদৌ এসসি ইস্টবেঙ্গলে থাকবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েইছে। এই পরিস্থিতিতে নয়া ক্লাবের খোঁজ করতে পারেন জেজে। যদিও এসসি ইস্টবেঙ্গলের পরিকল্পনাতেও জেজের স্থান রয়েছে কিনা, এটিও ভাবার বিষয়। এমন অবস্থায় নিজের কেরিয়ারকে পুনরুদ্ধার করার জন্য নয়া ক্লাবে যেতে পারেন জেজে।
জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেড এই অভিজ্ঞ স্ট্রাইকারকে নিতে ইচ্ছুক। মিজোরামের এই তারকাকে নিয়ে নিজেদের ঘরোয়া শক্তি বৃদ্ধি করতে চাইছে নর্থইস্ট। আর এর জেরে দুইবারের আইএসএল জয়ী এই স্ট্রাইকারকে নিতে চাইবে নর্থইস্ট। তবে এসসি ইস্টবেঙ্গলের মত বড় চুক্তি করবে না নর্থইস্ট, এমনটাই ধারণা করা যাচ্ছে।