পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ডকে সই করাতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গলের থেকেও যদি কোনও টিমের দলগঠনে সমস্যা হয়ে থাকে, তা হল নর্থইস্ট ইউনাইটেড। অত্যন্ত দেরিতে তারা দল তৈরি শুরু করেছে। কিন্তু দেরিতে হলেও দ্রুততার সাথে ভালো খেলোয়াড় আনার ক্ষেত্রে এগোচ্ছে নর্থইস্ট।
এবার যা খবর, আইভরি কোস্টের ফরোয়ার্ড ইয়ানিক বোলিকে এক বছরের চুক্তিতে সই করাতে পারে নর্থইস্ট ইউনাইটেড। এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে আইএসএলের এই ফ্র্যাঞ্চাইজি।
২০০৭ সাল অবধি প্যারিস সেইন্ট জার্মেইনের রিজার্ভ দলের সদস্য ছিলেন বোলি। এরপর ২০০৭-০৮ মরশুমে মূল দলে সুযোগ পান। তবে মাত্র চার ম্যাচই খেলেন পিএসজির মূল দলের হয়ে। এরপর ফ্রান্সের এসি লে হাভ্রে ও নিমেস অলিম্পিকে, ইউক্রেনের জোরয়া লুগানস্ক এবং রাশিয়ার আনঝি মাখাচকালা দলের হয়ে খেলেছেন বোলি। আনঝির হয়ে খেলার সময়ে রাশিয়ার দ্বিতীয় ডিভিশনে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
এছাড়া মেজর লিগ সকারে কলোরাডো এবং থাই লিগের পোর্ট এফসির হয়ে খেলেছেন বোলি। পাশাপাশি আইভরি কোস্টের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড।