বড় বড় অফার পেয়েও আপুইয়াকে ছাড়তে রাজি নয় নর্থইস্ট ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের স্বপ্নের দৌড়ে অন্যতম বড় ভূমিকা রেখেছিলেন তরুণ মিজো মিডিও আপুইয়া। ২০ বছরের এই নবীন ফুটবলারকে পেতে ইতিমধ্যে বড় বড় প্রস্তাব রেখেছে মুম্বই সিটি এফসি এবং এটিকে-মোহনবাগান।
কিন্তু নিজেদের এই দুর্দান্ত প্রতিভাকে এত সহজে ছাড়তে রাজি নয় নর্থইস্ট। ২০২২ অবধি চুক্তি থাকার দরুণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে নর্থইস্টের। জানা গিয়েছে, এটিকে-মোহনবাগানের বড় অফার ফিরিয়ে দিয়েছে এই পাহাড়ি ক্লাব। এমনকি, মুম্বই সিটি এফসি প্রায় এক কোটি টাকার অফার দিলেও তাতে রাজি নয় নর্থইস্ট। আগামী দিনের প্রকল্পে আপুইয়াকে রাখতে চাইছে নর্থইস্ট।
এবারের আইএসএলে কেবল একটি গোল করলেও যেভাবে নর্থইস্টের মাঝমাঠকে নিয়ন্ত্রণ করেছেন, তা সত্যিই অভূতপূর্ব। আর সেই কারণে এবারের আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন আপুইয়া, পেয়েছেন জাতীয় দলের ডাক। এর জেরে এই তরুণ প্রতিভাকে পেতে ফ্র্যাঞ্চাইজিরা মরিয়া হলেও নর্থইস্ট ছাড়তে রাজি নয়।