দীর্ঘমেয়াদি চুক্তিতে এফসি গোয়ায় সই করতে চলেছেন নংদাম্বা নাওরেম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমটি একপ্রকার টালমাটাল পরিস্থিতি গিয়েছিল তরুণ মিডফিল্ডার নংদাম্বা নাওরেমের। কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে-মোহনবাগানে যোগ দেওয়ার পরে হঠাতই সেই ট্রান্সফার নিয়ে জটিলতা তৈরি হয়, আর তার উপর চোট, যার জেরে কেবল ২০০ মিনিটের ফুটবল খেলতে পারেন নাওরেম। এবার তার কেরিয়ারকে পুনরুদ্ধার করতে হাজির হল এফসি গোয়া।
একাধিক রিপোর্ট থেকে খবর এসেছে, এফসি গোয়ার সাথে যাবতীয় শর্তাদি মেনে নিয়েছেন নাওরেম। গত জানুয়ারি মাস থেকে দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল, এবং যা সম্ভাবনা, তাতে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করলেন এই তারকা মিডফিল্ডার।
কেরালা ব্লাস্টার্স থেকে লোনে মোহনবাগানে আইলিগ জিতেছিলেন নাওরেম, আর তারপর থেকে সবুজ-মেরুণ সমর্থকদের প্রিয় হয়েছিলেন তিনি। এরপর ফের কেরালা ব্লাস্টার্সে ফিরলেও তেমন সুযোগ পাননি কিবুর অধীনে। এরপর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছিটকে যাওয়া মাইকেল সুসাইরাজের পরিবর্ত হিসেবে নাওরেমকে সোয়াপ ডিলে নিয়েছিল এটিকে-মোহনবাগান। কিন্তু সবুজ-মেরুণ ব্রিগেডে এসে পায়ে এসিএল চোট পান নাওরেম।
আর এর জেরে দ্বন্দ্ব বেঁধেছিল কেরালা ও এটিকেএম্বির মধ্যে। এই নিয়ে এফএসডিএল ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও ময়দানে নেমেছিল। সোয়াপ ডিলে অন্তর্ভুক্ত আর এক তরুণ ফুটবলার শুভ ঘোষের মরশুমও কার্যত নষ্ট হয়েছিল। কিন্তু শেষ অবধি ঝামেলা মিটে যায়।
এফসি গোয়ায় নংদাম্বা নাওরেমের উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য হবে। গোয়ার তারুণ্য ও তারকাসমৃদ্ধ মিডফিল্ডে নাওরেমের গতিশীল ও বুদ্ধিদীপ্ত ফুটবল অত্যন্ত কার্যকরী হবে।