আইএসএলে অবনমন নয়, আইলিগ থেকে একাধিক দলের অগ্রগমন হতে চলেছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার এএফসি ও ফিফার প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে আইলিগ ও আইএসএলের প্রতিনিধি দলগুলি। এবং সেই বৈঠকের পর মহমেডানের ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং একটি টুইট করেন।
সেখানে তিনি টুইট করে বসেন, আগামী মরশুম থেকে আইলিগ ও আইএসএলে অগ্রগমন ও অবনমন থাকছে। আর এই নিয়ে বেশ আলোচনা শুরু হয় ভারতীয় ফুটবল মহলে।
কিন্তু সত্যি ঘটনাটি ঠিক কি? এএফসির প্রদত্ত রোডম্যাপ অনুযায়ী, আগামী মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে। আর আইএসএলে অবনমন শুরু হবে ২০২৪-২৫ মরশুমে। ফলে দীপক কুমার সিংয়ের এই টুইটকে ঘিরে জোর আলোচনা চলেছে।
কিন্তু এবার নিজের টুইট ও এদিনের বৈঠক নিয়ে যাবতীয় জল্পনা পরিষ্কার করেন স্বয়ং দীপক কুমার সিং। এক্সট্রা টাইম বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে দীপক জানান, অবনমন নয়, কেবল আইলিগ থেকে আইএসলে অগ্রগমনের কথাই আলোচনা হয়েছিল।
বৈঠকে আইলিগ প্রতিনিধিদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী মরশুমে একের বেশি দলকে যদি আইএসএলে তুলে দেওয়া হয়। এবং শীর্ষ চার দলের অগ্রগমনের কথা প্রস্তাব করা হয়।
এদিকে দীপক কুমার সিং জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাচন করার আর্জি জানিয়েছে ফিফা ও এএফসি। এবং নির্বাচনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, আইলিগের কটি দলকে আইএসএলে তোলা হবে।
এছাড়া আলোচনা করা হয় দুই লিগের টিভি স্বত্ত্বাধিকার ও ফেডারেশনে নির্বাচন নিয়ে।
ফলে পুরোনো রোডম্যাপ অনুযায়ীই আইএসএলে অবনমন থাকছে, সেটিই বলা যায়। এবং নিঃসন্দেহে এটি কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজির জন্য স্বস্তির খবর হবে, তা বলাই যায়।