মহামেডান আবারও নিকোলার আগমণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে মহামেডান সমর্থকদের মধ্যমণি হয়ে উঠেছিলেন সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচ। কোচ আন্দ্রে চেরনিশভের অত্যন্ত প্রিয় এই ফুটবলারটি ফুল ফুটিয়েছিলেন সাদা-কালো ব্রিগেডের হয়ে। অথচ চলতি মরশুমের শুরুতে তাকে রাখেনি মহামেডান।
এবার সেই ভুলই শুধরে নিল সাদা-কালো ব্রিগেড। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় মহামেডান ঘোষণা করে, আবারও ক্লাবে যোগ দিতে চলেছেন নিকোলা। একটি ভিডিও বার্তায় নিকোলা জানিয়েছেন, আমি ফিরে আসছি।
ইতিমধ্যেই পাঁচজন বিদেশী রয়েছে এই মহামেডান দলে। মার্কাস জোসেফ, আবিওলা দাউদা, নুরুদ্দিন দাভ্রোনোভ, শাহির শাহিন ও উসমান এন'ডিয়ায়ে - এবার এই বিদেশী ব্রিগেডে যোগ দেবেন নিকোলাও।
চলতি মরশুমে দেখা গিয়েছে, বারবার মার্কাস জোসেফকে মাঝমাঠে এসে বল নিয়ন্ত্রণ করতে। যার ফলে আক্রমণে সমস্যা হচ্ছে মহামেডানের। এবার নিকোলার আগমণে সেই সমস্যাটি মিটবে তাদের, এবং আসন্ন আইলিগের আগে শক্তি বাড়ল মহামেডানের, তা বলাই যায়।