বার্সিলোনায় ফিরতে চান নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়তে চান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এমনই খবর আসছে সর্বত্র। এবার যা শোনা যাচ্ছে, নিজের পুরোনো ক্লাব বার্সিলোনায় ফিরতে পারেন নেইমার।
বর্তমানে চোটের কারণে খেলতে পারছেন না নেইমার। কিন্তু সম্প্রতি বার্সিলোনার লা লিগা খেতাব জয়ের সেলিব্রেশনের সময়ে দলের সাথে ছিলেন তিনি।
আর এই পরিস্থিতিতে সম্ভাবনা তৈরি হয়েছে, নেইমারের পিএসজিতে ফিরে আসার। তবে ২০২৫ সাল অবধি পিএসজির সাথে চুক্তিবদ্ধ নেইমার, যার ফলে বার্সিলোনাকে নিতে হলে পিএসজির সাথে কথা বলতে হবে তাদের।
কিন্তু ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে কি ট্রান্সফার ফি দিয়ে নেবে বার্সিলোনা? যে পরিমাণ বেতন নেইমার নেন, তার সাথে প্রায় প্রতি বছর যেভাবে চোট পান তিনি, তাতে বার্সিলোনা কতটা আগ্রহী হবে, সেটাই দেখার।