ভারতে কী খেলতে আসছেন নেইমার রোনাল্ডোরা? বিস্তারিত জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবল সমর্থকরা এবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন। গতকাল রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের, সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম সেরা ফুটবল দল ‘শাবাব আল আহিল দুবাই এফসি’-কে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে।
আরও পড়ুন: জীবিত আছেন হিথ স্ট্রিক, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল ভুয়ো খবর
ভারত থেকে এএসিএলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বই সিটি এফসি।গত মরসুমে লিগ শিল্ড জয়ী হওয়ার জন্য মুম্বই সরাসরি এসিএলের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দল হিসাবে এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পাচ্ছে মুম্বই।
যোগ্যতা অর্জনের পর ওয়েস্ট জোনের চারটি পটের মধ্যে চতুর্থ পটে জায়গা পেয়েছে আল নাসের। ওয়েস্ট জোনের তৃতীয় পটে রয়েছে ভারতের লিগ শিল্ড জয়ী দল মুম্বই সিটি এফসি। প্রত্যেকটি পট থেকে একটি করে দল নিয়ে গঠন করা হবে একটি করে গ্রুপ। সেখানেই সৌদি আরবের তিন ক্লাব আল হিলাল, আল নাসের এবং আল ইত্তিহাদের মধ্যে যে কোনও একটি ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বই সিটি এফসির।
সৌদি আরবের অপর ২ ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ রয়েছে প্রথম পটে। ২৪শে আগস্ট গ্রুপ বিন্যাসের সময় আল নাসের যদি ভারতের ক্লাবটির সঙ্গে এক গ্রুপে পড়ে তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আল হিলাল ভারতের ক্লাবটির সঙ্গে এক গ্রুপে থাকলে নেইমার জুনিয়র, আর আল ইত্তিহাদ মুম্বাই সিটি এফসির সঙ্গে এক গ্রুপে আসলে করিম বেনজেমাদের বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি। সেক্ষেত্রে রোনাল্ডো-বেনজেমাদের ঘরের মাঠে খেলতে যাবে মুম্বই দল। ঠিক একই ভাবে ফুটবলের এই মহাতারকারা খেলতে আসতে পারেন ভারতের মাটিতে।