২০২৫ সাল অবধি লোভনীয় চুক্তিতে পিএসজিতে থেকে গেলেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রতিটা মরশুম আসে, আর নেইমারের বার্সিলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন শুরু হয়ে যায়। কিন্তু আপাতত চার বছর সেই গুঞ্জনকে বন্ধ করে দিল প্যারিস সেইন্ট জার্মেইন। ২০২৫ সাল অবধি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সাথে চুক্তি নবীকরণ করল পিএসজি।
চলতি মরশুমে নেইমারকে ক্লাবে রাখতে মরিয়া প্রয়াস করেছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হার সত্ত্বেও প্যারিসেই থেকে যেতে চান নেইমার। এবং বেশ লোভনীয় চুক্তিতেই থাকছেন তিনি। জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, প্রতি মরশুম শেষে ৩০ মিলিয়ন ইউরো এবং আনুষঙ্গিক বোনাস পাবেন নেইমার, এবং এই অর্থ কর ছাড়াই হিসেব করা হয়েছে।
এদিকে পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা। গত মরশুম ফাইনালে হারের পর এই বছর সেমিফাইনালে গিয়ে আটকে গেলেও হার মানতে রাজি নয় প্যারিস সেইন্ট জার্মেইন। আর এই লড়াইয়ে নেইমারই হবেন মুখ্য পরিত্রাতা, সেটি মাথায় রেখে নেইমারের জন্য দুর্দান্ত একটি শর্ত রেখেছে পিএসজি। রোমানোর বক্তব্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ জিতলে নেইমার অনেক বড় বোনাস পাবেন, এমন নিশ্চয়তা রয়েছে চুক্তিতে।
এর ফলে আরও চার বছর পিএসজির সাফল্যকে নিশ্চয়তা দেবেন নেইমার, তা বলাই যায়। ইউরোপিয়ান ফুটবলে ইতিমধ্যেই বড় শক্তি হিসেবে উঠে এসেছে পিএসজি, আর তার অন্যতম কারণ হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ফুটবলার।