ফিফা র্যাঙ্কিংয়ে ১০০ এর নীচে থাকার লক্ষ্যে রয়েছেন AIFF সভাপতি কল্যাণ চৌবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতে ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠে ১০১ স্থানে এসেছে ভারত। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের লক্ষ্য, র্যাঙ্কিংয়ে ১০০ এর গন্ডি টপকানোর।
এই নিয়ে ভিশন ২০৪৭ এর নিউজলেটারে কল্যাণ চৌবে লিখেছেন, "মায়ানমার ও কিরগিজস্থানের বিরুদ্ধে জয় ভারতের ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই উদ্যম দিয়েছে। এখন ১০১ স্থানে থেকে আমাদের পরের লক্ষ্য ১০০ এর গন্ডি পেরোনোর এবং তারও উপরে ওঠার। এর জন্য, আমরা চেষ্টা করব আর এগিয়ে যাব।"
১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে ৯৪তম স্থানে ছিল, যা তাদের সেরা র্যাঙ্কিং। সেই সময়ে ভারতের হেড কোচ ছিলেন রুস্তম আক্রামভ। এছাড়া তিনবার ভারত ১০০ এর গন্ডি পেরিয়েছে। ১৯৯৩ সালে ৯৯তম, ২০১৭ সালে ৯৬তম এবং ২০১৮ সালে ৯৬তম স্থানে উঠেছিল ভারত।