এসসি ইস্টবেঙ্গলে কি আসছেন প্রণয় হালদার ও প্রবীর দাস? কাহিনীতে নয়া মোড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘসময় ধরে গুঞ্জন উঠেছে, এটিকে মোহনবাগান থেকে এসসি ইস্টবেঙ্গলে যেতে পারেন দুই বঙ্গতনয় প্রণয় হালদার ও প্রবীর দাস। কিন্তু সেই কাহিনীতে এল নয়া মোড়, যা কিছুটা হলেও আশাভঙ্গ করে দিতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের, আবার মন ভালোও করতে পারে এটিকে মোহনবাগান সমর্থকদের।
ইতিমধ্যেই এক মরশুমের জন্য প্রণয়কে ছেড়েছে এটিকে মোহনবাগান। সূত্রের খবর, চারটি ক্লাবের প্রস্তাব রয়েছে প্রণয়ের কাছে, যার মধ্যে রয়েছে এসসি ইস্টবেঙ্গলও। তবে দুটি বিষয়কে মাথায় রাখছেন প্রণয় ও তার এজেন্ট। এক হল গেমটাইম, আর দ্বিতীয়ত হল বেতন। এই দুটি যে ক্লাব বেশি অফার করবে, সেখানেই যাবেন প্রণয়, এমনটাই জানা গিয়েছে। ফলে এসসি ইস্টবেঙ্গলেই আসছেন, এমনটাই নিশ্চিত নয়।
এদিকে গেমটাইম না পাওয়ার সমস্যা থাকলেও শনিবার অবধি এটিকে মোহনবাগানকে কোনওরকম রিলিজের কথা জানাননি প্রবীর দাস ও তার এজেন্ট। সূত্রের খবর, ক্লাবের সাথে বেশ খানিকক্ষণ কথা হয়েছে প্রবীর ও তার এজেন্টের। এবং এরপর প্রবীরের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। যা সম্ভাবনা, এটিকে মোহনবাগানেই থাকতে চলেছেন প্রবীর দাস।